ফার্নেস অয়েলবাহী ট্যাংকার ডুবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ছড়িয়ে পড়া তেল অপসারণ কাজে পরামর্শ দিতে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ বিশেষজ্ঞ মার্ক হুইটিংটন।
জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের অনুরোধে ব্রিটিশ সরকার এই বিশেষজ্ঞকে পাঠিয়েছে বলে বুধবার ঢাকায় ব্রিটিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ইন্টারন্যাশনাল ট্যাংকার ওনার্স পল্যুশন ফেডারেশন লিমিটেডের বিশেষজ্ঞ মার্ক হুইটিংটন বিশ্বের বিভিন্ন দেশে নৌদুর্ঘটনা পরবর্তী সময়ে তেলদূষণ ঠেকাতে কাজ করেছেন।
নৌ দুর্ঘটনার ফলে দূষণ ছড়িয়ে পড়া ঠেকাতে কর্মপরিকল্পনা প্রণয়নেও তিনি সহায়তা ও পরামর্শ দিয়ে থাকেন।
বিশেষ করে সুন্দরবনের মতো বাদাবনের দূষণ মোকাবেলায় হুইটিংটনের ‘বিশেষ অভিজ্ঞতা’ রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে একটি ট্যাংকার ডুবে সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে। ফলে পৃথিবীর সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বনাঞ্চলের প্রতিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দেয়।
গত মাসে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের একটি দল সুন্দরবনে ঘুরে তেল দূষণের মাত্রা পর্যবেক্ষণের পর শেলা নদী দিয়ে বাণিজ্যিক নৌ চলাচল বন্ধের পরামর্শ দেয়।
তবে নৌযান শ্রমিকদের আন্দোলনের হুমকির পর বুধবার থেকে ওই নৌরুটটি কেবল দিনের বেলা চলাচলের জন্য আবারো খুলে দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ প্রতিনিধি দল যেসব পরামর্শ দিয়েছে, তা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবেন হুইটিংটন।
সূত্র: বিডিনিউজ