বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে অবৈধ ভাবে মাছ আহরণের অভিযোগে ২টি ভারতীয় ট্রলারসহ ২০ জেলেকে আটক করেছে নৌবাহিনী।
আটককৃত জেলেদের মঙ্গলবার সন্ধায় বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
মংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ৮৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ‘ফেয়ারওয়ে বয়া’ এলাকা থেকে তাদের সোমবার সকালে আটক করে নৌবাহিনীর সদস্যরা।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বেলায়েত হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌবাহনীর বরাত দিয়ে তিনি জানান, নৌবাহিনী সদস্যরা সাগরের ওই টহল দেওয়র সময় লার এফবি মাউমা ও এফবি তারা মা নামের ভারতীয দুটি মাছধার ট্রলারসহ তাদের আটক করে। তাদেরকে মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।
তাদের সবার বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বলে ওসি জানিয়েছেন।