মংলায় শনিবার দুপুরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ পুলিশসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে শিবিরের দুই কর্মীকে।
কারাবন্দী জামায়াতের নেতাদের মুক্তি ও দেলোয়ার হোসেন সাইদির ফাসির রায় বাতিলের দাবীতে শনিবার দুপুরে জোহরের নামাজ শেষে শহরে লাঠিশোঠা নিয়ে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল ওয়াদুদ ও মংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিকের নেতৃত্বে মিছিলটি শহরের তাজমহল রোড এলাকায় পৌছালে পুলিশ মিছিলে বাধা দেয়।
এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে ঘটনায় দুই পুলিশ সদস্য সহ জামায়াত-শিবিরের ২২ নেতা কর্মী আহত হয়। পুলিশের হাতে আটক হয়েছে ২ জন।
এ ঘটনার পর থেকে শহরে দোকানপাট বন্ধ রয়েছে, শহরে বিরাজ করছে থমথমে অবস্থা।