প্রচ্ছদ / লেখালেখি / মুক্তবাক / বন্ধু পুলিশ বনাম একটি ডাকাতি !

বন্ধু পুলিশ বনাম একটি ডাকাতি !

সাংবাদিকদের কাছে নিজ বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনা বর্ণনা করেন বাগেরহাটের মো. আবু সাঈদ মিঞা (৪৭)।

তিনি বলেন, ‘ওরা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, “চাচা ওঠেন, আমরা ডাকাত।” আমি চোখ মেললে ওরা ঘরের আলো জ্বালল। আমি মুখ বাঁধা চারজনকে দেখলাম। তাঁদের হাতে আমার রান্নাঘরের দা আর বঁটি।’

‘তাঁরা আমার স্ত্রীকে ডেকে তুলতে বলল। আমার স্ত্রী স্ট্রোকের রোগী। আমি তাঁকে আস্তে ধাক্কা দিয়ে বললাম, ওঠো, বাসায় মেহমান আইছে।’

গতকাল বুধবার গভীর রাতে একদল ডাকাত তাঁদের বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা করতে রাজি নন আবু সাঈদ। তিনি বলেন, ‘যা যাওয়ার গেছে। ডাকাতও ধরা পড়বে না, মালও পাব না। মামলা করতে গিয়ে পুলিশকে টাকা দিতে পারব না।’
—————————————–
‘যা যাওয়ার গেছে। ডাকাতও ধরা পড়বে না, মালও পাব না। মামলা করতে গিয়ে পুলিশকে টাকা দিতে পারব না।’ কি ভয়াবহ বর্তমান সমাজের প্রতিচ্ছবি….

একমাত্র সরকারের ছাড়া পুলিশের কাজের প্রতি বর্তমানে কার বিশ্বাস আছে ?

লেখক – এস এম আল-শাহ্‌রিয়ার

স্বত্ব ও দায় লেখকের…

বাগেরহাটে ডাকাতি, পাঁচ লাক্ষ টাকার মালামাল লুট/“চাচা ওঠেন, আমরা ডাকাত”

About Bagerhat Info Blog