সুন্দরবনে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দস্যু নাসির বাহিনীর প্রধান নাসির নিহত হয়েছেন।
সোমবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জে বাগেরহাটের মংলা উপজেলার পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
সকাল ৯টা ৪৫ মিনিটে র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বাগেরহাট ইনফো ডটকামকে বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, সোমবার সকালে র্যাব সুন্দরবনের ওই এলাকায় নিয়মিত অভিযানে যায়। এসময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দস্যু নাসির বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। সকাল সোয়া ৬টা থেকে পৌঁনে ৭টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়।
পরে র্যাব সেখানে তল্লাশি করে ১টি ডাবল ব্যালের বন্দুক, ২টি সিঙ্গেল ব্যারেল বন্দুক ও ৩টি পয়েন্ড টু টু বোর রাইফেল, ৫টি চাপাতি, ১৩৩ রাউন্ড তাজাগুলি ও ১৭ রাউন্ড গুলির খোসা ও একটি মৃতদেহ উদ্ধার করে।
লে. কর্ণেল ফরিদুল আলম বাগেরহাট ইনফো ডটকামকে বলেন, স্থানীয় জেলেরা মৃত দেহটি দস্যু নাসির বাহিনীর প্রধান নাসিরের বলে সনাক্ত করেছেন। তবে নাসিরের পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। জেলেরা বলেছে, হয়তো বাগেরহাটের রামপাল উপজেলায় তার বাড়ি।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মৃতদেহ বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।