কর্মস্থল বাগেরহাট থেকে গতকাল বিকেলে মোরেলগঞ্জ ফিরছিলাম। রাস্তার অবস্থা বেহাল, তাই এসি বন্ধ করে জানালা খুলে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার।
পথে দৈবজ্ঞহাটি বাজারের মোড় ফিরতেই পথ বন্ধ করে গাড়ির সামনে এসে দাড়াল বিশাল এক হাতি। প্রথমে ভয় পেয়ে গেলাম। ভাবলাম শুড় দিয়ে উল্টে ফেলবে নাতো গাড়ি!
কিন্তু একটু পরেই ভুল ভাঙল আমার। হাতিটা জানালা দিয়ে শুড় গলিয়ে দিল ড্রাইভার এর দিকে। ড্রাইভার টাকা ধরিয়ে দিতেই শুর দিয়ে টাকা নিয়ে মাহুতকে দিয়ে পথ ছেড়ে দিয়ে সামনে থেকে আসা অটোর ড্রাইভারকে টার্গেট করলো “চাঁদাবাজ হাতি”।
স্বত্ব ও দায় লেখকের…