প্রচ্ছদ / আরও... / জীবনযাপন / টেক.কম / চলুন দেখে আসি Windows এর ইতিহাস

চলুন দেখে আসি Windows এর ইতিহাস

উইন্ডোজ এর ইতিহাস
মাইক্রোসফট প্রথম উইন্ডোজ বানানর ঘোষণা দিয়েছিল ১৯৮৩ সালে । নিচে এর ইতিহাস তুলে ধরা হল –

Fast To LAst
Windows Logo

১. উইন্ডোজ ১.০ ২০ নভেম্বের, ১৯৮৫ ( এটি ছিল প্রথম GUI বেসড অপারেটিং সিস্টেম

২. উইন্ডোজ ২.০ রিলিসড নভেম্বর ১৯৮৭

৩. ২২ মে ১৯৯০ সালে উইন্ডোজ ৩.০ রিলিসড  (এটি ছিল উইন্ডোজ এর প্রথম ভার্সন যেইটা কিনা পাবলিক আকর্ষণ বেরে যায়ে)

৪. উইন্ডোজ ৩.১ রিলিসড মার্চ ১৮ ১৯৯২

৫. উইন্ডোজ এন্টি (NT) রিলিসড জুলাই ২৭, ১৯৯৩

৬. উইন্ডোজ ফর ওয়রকগ্রুপ রিলিসড অগাস্ট ১১, ১৯৯৩

৭.উইন্ডোজ এন্টি (NT) ৩.৫ রিলিসড, ২১ সেপ্টেম্বর ১৯৯৪

৮. উইন্ডোজ ৯৫ রিলিসড অগাস্ট ২৪ ,১৯৯৫ (এটিতে প্রথম্বারের মত যোগ করা হয়েছিল স্টার্ট মেনু,উইন্ডোজ এক্সপ্লোরার যেটি প্রাই সব উইন্ডোজ এখন থাকে মাত্র ৪ দিনের মাথায়ে এটি ৪ মিলিয়ন এর বেশি কপি বিক্রি হয়)

৯. উইন্ডোজ এন্টি (NT) ৪.০ রিলিসড জুলাই ২৯,১৯৯৬

১০. উইন্ডোজ ৯৮ রিলিসড জুন ২৫, ১৯৯৮

১১. উইন্ডোজ ২০০০ রিলিসড ফেব্রুয়ারী ১৭,২০০০ (এটি ছিল উইন্ডোজ এর সর্বশেষ এন্টি অপারেটিং সিস্টেম)

১২. উইন্ডোজ মি রিলিসড সেপ্টেম্বর ১৪, ২০০০

১৩.  উইন্ডোজ এক্সপি রিলিসড অক্টোবর ২৫, ২০০১

১৪. উইন্ডোজ সারভার ২০০৩ রিলিসড এপ্রিল ২৪, ২০০৩

১৫. উইন্ডোজ ভিস্তা রিলিসড জানুয়ারী ৩০, ২০০৭ (উইন্ডোজ এক্সপি ৫ বছর পর উইন্ডোজ ভিস্তা বাজারে এসেছিল বাজারে এটির তেমন ভাল রেপুটেসন ছিল না)

১৬. উইন্ডোজ সারভার রিলিসড ফেব্রুয়ারী ২৭, ২০০৮

১৭. উইন্ডোজ ৭ রিলিসড ২২ অক্টোবর ২০০৯ এবং সর্বশেষ বাজারে এসেছে উইন্ডোজ ৮ কন্সুমার প্রিভিউ এবং ডেভেলপার প্রিভিউ ।

(IZAJ)

 স্বত্ব ও দায় লেখকের…

About izaj

আমি ভাই সাদামাটা লোক। ঝামেলার ভিতর কম যায়। পিসি কলেজে এ্যাকাউন্টিং এ অনার্স করছি। কম্পিউটার ওয়ার্ড, বাগেরহাট এ হার্ডওয়্যারওে সফটওয়্যার এর খুটিস নাটি কাজ করি। এই আর কি?