বাগেরহাটে বাবার লাঠির আঘাতে ৪ মাস বয়সী শিশু পুত্র সুমন ফকিরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবা রুবেল ফকিরকে (২৫) আটক করেছে।
সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকরা শিশুটিকে মৃত্যু ঘোষনা করলে এ ঘটনাটি ধরা পড়ে।
পুলিশ জানায়, বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের শাহ-আলাম এর ছেলে রুবেল ফকির পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে তার স্ত্রীকে মারপিট করার সময় তার কোলে থাকা শিশু সুমন এর মাথায় লাঠির আঘাত লাগে। এ সময় তাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে আনা হয়।
কর্তব্যরত ডাঃ কুহেলী বেগম বলেন, পিতা মাতা তার শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসলে তারা জানায়, তার মাথায় কাঠ পড়ে আঘাত লেগেছে। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
পাষন্ড বাবা তার স্ত্রীকে হাসপাতালে রেখে কৌশলে মৃত শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাগেরহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
শিশুটির মা মাছুমা আক্তার জানান, সকালে রুটি বানানোর সময় তার শাশুড়ীর কথায় স্বামী লাঠি দিয়ে তার উপর নির্যাতন শুরু করে। এ সময় কোলে থাকা ৪ মাসের শিশু পুত্রের মাথায় লাঠির আঘাত লাগে। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে আনা হয়।
বাগেরহাট সদর হাসপাতাল ফাড়ি পুলিশের ইনচার্জ আসাদুজ্জামান জানান, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা দিলে বাচ্চার বাবা শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা আটক করি।