‘অগ্রগতির মূল কথা, নারী-পুরুষ সমতা’- প্রতিপাদ্যে বাগেরহাটে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙার শপথ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, টিআইবি, বিভিন্ন বিদ্যালয়, সামাজিক ও উন্নয়ন সহযোগী সংগঠন এবং শুক্রবার সন্ধ্যায় আমরাই পারি জোট এ সব কর্মসূচি পালন করে।
শনিবার সকালে স্বাধীনতা উদ্যান থেকে জেলা প্রশাসন এবং শহীদ মিনার চত্তর থেকে টিআইবি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
পরে বিএমএ মিলনায়তনে টিআইবি এবং স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসন আলোচনা সভা করে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে ‘আমরাই পারি’ নারী নির্যাতন প্রতিরোধ জোট বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জলন ও আধাঁর ভাঙ্গার শপথ নেয়।
এসব অনুষ্ঠানে অংশনেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের নেত্রীরা।
এদিকে, দিবসটি উপলক্ষে জেলার মংলা, রামপাল, ফকিরহাট, মোল্লারহাট, শরণখোলা, মোরেলগঞ্জসহ সকল উপজেলায় সরকারী, বেসরকারী ও এনজিও উদ্যোগে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করা হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।